ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কারিতাস বাংলাদেশ এর আয়োজনে আই এফ এস- আইসিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ব্যানারে টি ডব্লিউ এ চেয়ারম্যান মুইস সুপ্রভাত জেংচাম এর সভাপতিত্বে উপজেলার আদিবাসীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি অর্গানাইজার উল্লাস বেলবৎ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা, সিনিয়র মৎস্য অফিসার হাবিবুর রহমান তালুকদার, যুব উন্নয়ন অফিসার নূর মোহাম্মদ ,দারিদ্র বিমোচন কর্মকর্তা তপুতোষ কর , আই এফ এস এর মাঠ কর্মকর্তা মি. শাশ্বত রিছিল, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হাফিজুল ইসলাম স্বপন, প্রমূখ। এসময় ক্রেডিই ইউনিয়ন , এসি ডি এফ সভাপতিসহ অন্যান্য সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আদিবাসীদের সরকারি বিভিন্ন প্রশিক্ষণে সমপৃক্ত করার দাবি জানানো হয়।
Add A Comment