ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে পৌর সদরের ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে উপজেলা, পৌর বি এনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ন আহŸায়ক আখতারুল আলম ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন , কালাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল ফজল, উপজেলা বিএনপি’র সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাহববুল আলম সেলিম প্রমূখ। এতে ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন, বিএনপি নেতা সাদেক হোসেন খান, পুটিজানা ইউনিয়ন যুবদলের সভাপতি উমর ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।