ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক কার্যক্রমের আওতায় ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে এ ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি।
ময়মনসিংহ বিভাগীয় তথ্য অফিসের সহ.তথ্য অফিসার মো. মনিরুজ্জামান এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া।
এর আগে নারীদের বিভিন্ন বিষয়ে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খাদিজা সিদ্দিকি সুইটি,মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন পারভীন, উপজেলা তথ্য আপা সাদিয়া নওশিন পলি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসার শেখ মো. শহিদুল ইসলাম। ওরিয়েন্টশন কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।