ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী দশ উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর ভার্চুয়াল উদ্বোধনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো আব্দুল্যাহ আল বাকী,প্রকৌশলী মাহবুব মোরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তপোতোষ কর, যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, পল্লী বিদ্যুৎের ডিজিএম আরিফুর রহমান প্রমূখ।
এতে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী দশ উদ্যোগ তথা নারী ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশে, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ,বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলায় কী কী সমস্যা আছে তা চিহ্নিতকরণ ও উদ্যোগসমূহ প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে নেওয়া হয়।