ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়নে ঈদুল ফিতরে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফ এর টাকা আত্বসাথের অভিযোগের তদন্ত করেছেন ময়মনসিংহ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জানায়ায়, ঈদুল ফিতর (২০২১ ইং) অসহায়দের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণে ইউপি চেয়ারম্যান শামীমা খাতুন, ৪ নং ওয়ার্ডের মেম্বার বাবর আলী যথাক্রমে কাজল ও দুলাল মেম্বার মিলে চুড়ান্ত উপকার ভোগীর একাধিকবার নাম লিপিবদ্ধ করাসহ নয়-ছয়
করে তালিকা করে অর্থ আত্বসাৎ করেছেন বলে বালিয়ান ইউনিয়নের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী খান ১০/০৬/২১ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনার তদন্ত করেন জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
তদন্তকারী টিম প্রায় দেড় ঘন্টা যাবৎ ইউনিয়ন কার্যালয়ে ৩ টি ওয়ার্ডে অর্থ না পাওয়া ভোক্তাভোগী নারী পুরুষদের সাথে কথা বলেন।এসময় জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,আমাদের তদন্ত চলমান , তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।