স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেপথ্যে থেকে একটি চক্র সাদা মনের মানুষ হিসেবে পরিচিত বাকতা ইউনিয়নের দু বারের নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক মাখন কে ঘায়েল ও বিতর্কিত করতে অপ প্রচার ও একটি মিডিয়া সংবাদ প্রকাশ করে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে টার্গেট করে দীর্ঘদিন ধরে এই চক্রটি মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। ইউনিয়নটিতে জন সাধারণের আস্থার প্রতিক হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের কাছে কাল হয়েছেন এই চেয়ারম্যান। জানাযায়, ২০২০-২১ অর্থবছরে বাক্তা ইউনিয়নের পাঁচ কাহানিয়া ঈদগাহ মাঠের মাটি ভরাটে ৭.৬ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর কতিপয় লোক কাজ না করে ঐ টাকা দিয়ে মাঠের অন্য উন্নয়নমূলক কাজ করতে চেয়ারম্যানের কাছে দাবী জানান। চেয়ারম্যান এ দাবী নাকচ করে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মাস্টারের নিকট মাটি ভরাটকরনের শর্তে অর্ধেক টাকা প্রদান করে ও কাজ শেষে বাকী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ দিকে তাঁরা কাজ না করায় বাকী টাকা চেয়ারম্যান ঐখানে কাজ করানোর জন্য রেখে দেন। ঐ বাকী টাকা স্থানীয় সাবেক মেম্বার সুরুজ মুন্সি নিজেদের মধ্যে বন্টনের কথা বললে চেয়ারম্যান তা নাকচ করে দিয়ে বলেন মসজিদ মাদরাসার টাকায় কোন নয়ছয় চলবেনা । পরে এদিকে ইউপি নির্বাচন চলে আসে। নির্বাচনে চেয়ারম্যান ফজলুল হক মাখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় লাভ করে। অভিযোগকারী মেম্বার ফেল করে আবারও প্রকল্পের টাকা দাবী করে। পরে চেয়ারম্যান নতুন মেম্বারকে দিয়ে কাজ শেষ করাবেন বলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক মেম্বার সুরুজ মুন্সি মিথ্যা অভিযোগ অপপ্রচারে মেতে উঠে বলে এলাকাবাসী জানান । সুত্র জানায়, অসমাপ্ত কাজ বর্তমান মেম্বার বেলাল শেষ করতে গেলে তাঁকে বাধা ও হুমকি প্রদান করেন। যার সত্যতা জানতে বেলাল মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বিকার করেন।
একাধিক ব্যক্তি জানান, মাখন চেয়ারম্যান নির্লোভী, পরোপকারী একজন সাদা মনের মানুষ। এলকার উন্নয়নে তিনি উপজেলায় একজন মডেল চেয়ারম্যান। বিগত সময়ে তিনি রাস্তা ঘাটের ব্যাপক কাজ করেছেন। যা অন্যান্য চেয়ারম্যান করতে পারে নি। তার বিরুদ্ধে এহেন মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। অভিযোগকারী মেম্বার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন বলেন, নির্বাচনে হেরে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে বেকায়দায় ফেলতে ও ইমেইজ নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।