রফিকুল ইসলাম
ফেনীর সোনাগাজী থেকে বিপন্ন প্রজাতির হিমালয় গ্রিফন শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম। রোববার (১৫ জানুয়ারি) দুপুর বিকালে ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের নিকট খবর আসে সোনাগাজী চরখন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় একটি হিমালয় গ্রিফন শকুন আহত অবস্থায় স্থানীয়দের হাতে আটক করে।
পরবর্তীতে ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর এন্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি তাৎক্ষনিক বন্যা প্রানী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আবদুল্লাহ আল সাদিকে বিষয়টি জানিয়ে ফেনী বন বিভাগ ফরেস্টার বাবুল চন্দ্র ভৌমিক সাথে আলোচনা করে সোনাগাজী উপজেলা বন বিভাগ কর্মকর্তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে হিমলায়ন গ্রিফন শকুনটি উদ্ধার করেন,
এবং প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের তত্ববধানে রাখার জন্য শকুনটি হস্তান্তর করেন ফেনী বন বিভাগ। পরবর্তী সুস্থ হওয়ার পর বন্যাপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশনায় প্রকৃতিক পরিবেশ অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।