ফেনী জেলা
ফেনী জেলা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণ-অলংকার ডাকাতির মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার ( ৫ এপ্রিল ) রাতে এ ৪ জন আসামীকে নারায়ণগঞ্জ ও কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো – আলী আহসান(৫০), বেবী আক্তার @বকুল (৪০) ও কুমিল্লা হতে মো: শাহজালাল (৩৮), তাসলিমা বেগম। এ সময় স্বর্ণ-অলংকারের বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজারের সঙ্গীতা শিল্পালয়ের রুপ কমল চন্দ্র দাস(৪৩) এর নিকট ডাকাতি করা স্বর্ণ অলংকার বিক্রি করে দেয় বলে জানায়। পরবর্তীতে ঐ সঙ্গীতা শিল্পালয়ে অভিযান পরিচালনা করে ১ ভরি ১৫ আনা গলানো স্বর্ন, ১ টি গলার চেইন, ১ জোড়া কানের দুল (ওজন -১ ভরি ৬ আনা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ-অলংকারের মোট পরিমান ৩ ভরি ৫ আনা, যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। বুধবার ( ৬ এপ্রিল ) সকালে জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বদরুল আলম মোল্লা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ২৭ ফেব্রুয়ারীতে ভিকটিম মোহাম্মদ আহসানুল করিমের ভবনে একজন অজ্ঞাতনামা পুরুষ ও একজন মহিলা বাদীর বাসা ভাড়া নেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রীর বিশ্বাস অর্জন করে প্রতারণা করে ৪২ ভরি ১০ আনা ওজনের স্বর্নলংকার আত্মসাত করে নিয়ে যায়। তিনি বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য উপাত্ত্ব বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আলী হোসেন, বপবী আক্তার @ বকুল, মো: শাহজালাল, তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বনে তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের কোন থানায় মামলার তথ্য রয়েছে কিনা তাও আমরা খোঁজ খবর নিবো বলে জানান পুলিশের এ কর্মকর্তা জানান। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, আমাদের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এর সার্বিক নির্দেশনায় আমি এবং অতিঃ পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপা:) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু এর তত্বাবধায়নে এই অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানে সাব ইনস্পেক্টর নারায়ন চন্দ্র দাস, সাব ইনস্পেক্টর রতন কান্তি দে, এএসআই হান্নান( জেলা গোয়েন্দা) কনস্টেবল অনিতা চাকমা অংশগ্রহণ করে।