সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্কয়ার টেক্স পোশাক শ্রমিকরা। গত বৃহস্পতিবার ১১টার সময় তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ ও মহাসসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তীতে পড়ে এ পথে চলাচলরত যাত্রী ও গাড়ির চালকরা। খবর পেয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) মো. শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থলে এসে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকরা জানান, স্কয়ার টেক্স নামের পোশাক তৈরি প্রতিষ্ঠান সময় মতো বেতন পরিশোধ করে আসলেও গতমাসের বেতন এখনও পরিশোধ করেননি। বেতন না পাওয়ায় তারা ঘরভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছেন না। বেতন না পাওয়ায় অনেকে মানবেতর জীবন যাপন করছেন। কোম্পানীর কাছে বেতন চাইলে কর্তৃপক্ষ বলেছে মাল শীপমেন্ট না হলে বেতন পরিশোধ করতে পারবেনা। এছাড়া কবে নাগাদ মাল শিপমেন্ট হবে এবং কবে বেতন দিবেন তার নিশ্চয়তা দিচ্ছেন না মালিক কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। মালিক কর্তৃপক্ষ জানান, নিয়ম অনুযায়ী তারা প্রতিমাসের বেতন প্রতিমাসে পরিশোধ করে দেন শ্রমিকদের। করোনার কারণে তাদের ব্যবসা মন্দা। ঠিকমতো মাল শিপমেন্ট করতে পারছে না সেজন্য গত মাসের বেতন সময় মতো পরিশোধ করতে পারেননি। এরপর শ্রমিকদের বলা হয়েছে শীপমেন্ট হওয়া মাত্র বেতন পরিশোধ করা হবে। তারপরও তারা কাজ ছেড়ে রাস্তায় নেমেছেন। নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) মো. শেখ বিল্লাল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছি।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী