বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়দানকারী ভুয়া ব্যারিস্টার গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বগুড়া প্রতিনিধি :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ভূয়া ব্যারিস্টার শামীম রহমানকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার কাছ থেকে পুলিশ ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪ টি এটিএম কার্ড ও আসামীর নিজ নামের বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করে।

পুলিশ জানায়, হারুন-উর রশিদ নামের জনৈক ব্যক্তি গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে, কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বরধারী ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলেও তাদের আশ্বস্ত করে। পরবর্তীতে গত ২২ জুন বিকাল অনুমান ৫.৩০টার সময় মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ হতে শামীম রহমান ফোন দিয়ে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারকে মম-ইন কফি শপের সামনে যেতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী নিয়ে কথা বলবে বলে জানায়। সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয় সন্ধ্যা অনুমান ৬.৩০টার সময় উক্ত কফি শপের সামনে গেলে ব্যারিস্টার শামীম রহমান নামধারী ব্যক্তি আলাপচারিতার এক পর্যায়ে ইমরান হোসেনকে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা দাবী করে এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে তার কাছে ১ লাখ টাকা দাবী করে। ইমরান হোসেন ও গোলাম রব্বানী তাকে যথাক্রমে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।

পরবর্তীতে তারা বিভিন্ন মারফতে খোঁজ নিয়ে জানতে পারে যে, উক্ত মোবাইল ব্যবহারকারী ব্যারিস্টার শামীম রহমান নামে তারেক রহমানের কোন চাচাতো ভাই নাই এবং উক্ত মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বগুড়া জেলা সহ বিভিন্ন জেলায় ফোন এবং ম্যাসেজ দিয়ে দলীয় নেতা কর্মীদের এবং প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের নিকটে পদ এবং পোস্টিং এর কথা বলে টাকা দাবি করে আসছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর (মামলা নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫ খ্রি, ধারা-৪১৯/৪২০) এআই আবু জাফর ও এআই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস দল নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক শামীমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ভূয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছে। সদর থানার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement