বিশেষ প্রতিনিধি
গতকাল শনিবার রোটারী ক্লাব বগুড়া করতোয়ার উদ্যোগে এবং রোটারী ক্লাব অব উত্তরার সহযোগীতায় বগুড়া শহরতলীর বারপুর রাডার ষ্টেশন সংলগ্ন জামিয়া ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে বেলা সাড়ে ১১টায় কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করতোয়া রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জহুরুল হক, পাষ্ট প্রেসিডেন্ট রোটাঃ রেজাউল বারী ঈসা, রোটা: রেজাউল করিম ডল, ক্লাব সেক্রেটারি রোটাঃ সৈয়দ ফজলে রাব্বী ডলার, রোটাঃ জিয়াউর রহমান এবং জামিয়া ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ওয়াফেজ। কম্বল বিতরণ কালে করতোয়া রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জহুরুল হক বলেন, রোটারী ইন্টারন্যাশনাল সারাবছর আত্মমানবতার সেবায় নানামুখী সমাজসেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব বগুড়া করতোয়া শীতের তীব্রতা থেকে রক্ষায় অত্র মাদ্রাসার এতিম শিশুদের মাঝে আজ কম্বল বিতরণ করছে। ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে তিনি অত্র মাদ্রাসায় সহযোগিতা প্রদান করার আশ্বাস ব্যক্ত করেন।