বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়পুর্বক দোকানভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার বনবিভাগের পুর্ব পাশের্ব মাস্টারপাড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক সংলগ্ন মুক্তার স্টিল এন্ড অয়েল্ডিং ওয়ার্কসপ দীর্ঘদিন যাবৎ আবুল কালাম আজাদের দখলে আছে কিš‘ একদল কুচক্রিমহল গতকাল বুধবার হঠাৎ এসে দোকানভাংচুরের ঘটনা ঘটায়। দোকানে থাকা প্রায় ৩ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে বলে দোকানের মালিক মুক্তার হোসেন অভিযোগ করে। খবর পেয়ে আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসলে কুচক্রিমহল চড়াও হয়ে তাকে মারপিট করে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোবের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ততে মামলার প্রস্তুতি চলছে।