বিশেষ প্রতিনিধি
বগুড়া শহরের একাধিক এলাকায় পৌরসভার আইন অমান্য করে ও নকশা অনুমোদন ছাড়াই করে বসতবাড়ী নির্মাণ তৎপরতা অব্যাহত রয়েছে। নকশা অনুমোদন ছাড়াই নিয়ম বহির্ভুত ভাবে বাড়ি নির্মাণ বন্ধে পৌর কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেও তা আমলে আনছে না ভবন নির্মাণকারীরা। এ নিয়ে চরম সংক্ষুব্ধ পৌর এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটেছে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত আটাপাড়া এলাকায়। আটাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ভুক্তভোগী ভ‚মি মালিক শাফেল আলম ও পৌরসভা সূত্রে জানা গেছে, শাফেল আলমের বাড়ির দক্ষিণ পার্শ্বে আজাহার মন্ডল নামের জনৈক ব্যক্তি নতুন করে বাড়ি সংস্কার করার নিমিত্তে পৌরসভার অনুমতি ছাড়াই নিয়ম বহিভর্‚তভাবে সীমানা প্রাচীর নির্মাণ করায় বংশ পরস্পরা ধরে পায়ে চলা রাস্তা বন্ধ হয়ে গেছে এবং গায়ের জোরে আজাহার মন্ডল রাস্তার জায়গাটুকু তার বাড়ির ভিতরে নিয়েছে। ফলে একদিকে চলাচলের রাস্তা যেমন বন্ধ হয়েছে তেমনি বৃষ্টির পানি নিষ্কাসনের ড্রেনও বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে একাধিকবার এলাকার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমুর উপস্থিতিতে সালিশী বৈঠক হলেও কোন কিছুই আমলে নেয়নি ভ‚মিদস্যূ আজাহার মন্ডল। এ বিষয়ে ভুক্তভোগী শাফেল আলম নিতান্তই বাধ্য হয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বন্ধে বগুড়া পৌরসভার মেয়র বরাবর গত ৩০শে জুন আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধে ১৭ জুলাই বিবাদী আজাহার মন্ডলকে নোটিশ প্রদান করে। অথচ পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পুনরায় প্রাচীর ও স্থাপনা নির্মাণ করে আজাহার মন্ডল। ফলে বর্তমানে পায়ে চলা রাস্তা বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে রয়েছে শাফেল আলম সহ পাশ্ববর্তী বাড়ির মালিকরা। রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করায় পায়ে চলা রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভুক্তভোগী শাফেল আলম বলেন, আজাহার মন্ডল ও তার পুত্ররা সন্ত্রাসীদের সহায়তা নিয়ে জোরপূর্বক ভাবে প্রাচীর নির্মাণ করায় আমরা চরম দুর্ভোগ ও আতঙ্কে রয়েছি। তাই এবিষয়ে প্রতিকার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাসের দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, পৌর গার্ড বাহিনীর মাধ্যমে বিধি বহিভর্‚তভাবে নির্মাণ কাজ বন্ধের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। তা সত্বেও যদি বিবাদী আজাহার মন্ডল নির্মাণ কাজ অব্যাহত রাখে তাহলে পৌর আইন মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।