কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়। জানা যায়,কালিয়াকৈর উপজেলা অফিস হলরুমে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের মাঝে ১০ টা সেলাই মেশিন ও ৭ জন কে নগদ অর্থ প্রদান করা হয়। কালিয়াকৈর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভপতিত্বে, এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান, জায়দা নাসরিন, সহকারী কমিশনার ভূমি, মুহাম্মদ মামুনুল হক,উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল,কৃষি কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা প্রমুখ।