মাহফিজুল ইসলাম রিপন
রংপুরের বদরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যেঅর্ধশতাধিক আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশীচেয়ারম্যান প্রার্থী জনগনের সামনে নিজেদের আত্ম সামাজিক পরিচয় তুলে ধরে নিজেদেরকে নৌকার মাঝি হিসাবে জাহির করতে জোরে সোরে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচার-প্রচারনা ও বিষ্ণুপুর ইউনিয়নে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন যুবলীগ নেতা আকরাম আলী সরকার। উপজেলারবিষ্ণুপুরের রতœ তৃণমুলেরতুখোড় যুবনেতা নেতাআকরাম আলী সরকারসংশ্লিষ্ট ইউনিয়নের একজন বিশিষ্ঠ কয়লা ও পাথর ব্যবসায়ী।তিনি দীর্ঘদিন ধরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছেন। তার রাজনৈতিক জীবনে এই ইউনিয়নের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে দান খয়রাত করে তিনি ইউনিয়নবাসীর কাছে বেশ সুনাম অর্জন করেছেন। সেইসাথে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন তিনি। সদালাপি ও মিষ্ট ভাষি আকরাম আলী সরকার কখনো তার স্বার্থের কথা ভাবেননি।দলের জন্য তার দীর্ঘ জীবনে অকাতরে বিলিয়ে দিয়েছেন সব কিছু। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের খাতায় নিজের নামটি অন্তর্ভুক্ত করতে ইচ্ছা পোষন করেছেন। তার শেষ ইচ্ছা শেখহাসিনার নৌকার মাঝি হয়ে বিষ্ণুপুর ইউনিয়নের আপামর জনগনের খেদমু করা। তাই তিনি ইতিমধ্যেউপজেলা আওয়ামিলীগ এবং কেন্দ্রীয় আওয়ামীলীগেরউচ্চ পদস্থ নেতৃবৃন্দদেরঅনুমতিক্রমে তার ইউনিয়নের জনগনের দ্বারে-দ্বারে ঘুরেদোয়া-আশির্বাদ প্রার্থনা করেছেন।তিনি নৌকার প্রতীকের জন্য বেশ আশাবাদী। তার আত্মবিশ^াস তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হবেন। এছাড়া অন্য কেহ নৌকা প্রতীক পেলে নির্বাচনে ভরা ডুবি হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এ বিষয়ে গণকাল শনিবার বিষ্ণুপুর ইউনিয়নের একাধিক ভোটারবৃন্দসাংবাদিকদের জানান, আমরা এবার যুবলীগ নেতা আকরাম আলী সরকারকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এ জন্য তার প্রতি সব সময় আমাদের দোয়া ও আশির্বাদ রয়েছে। তিনি নৌকার মাঝি হলে বিষ্ণুপুর ইউনয়নের সার্বিক উন্নয়ন সাধন হবে। আমরা সাধারন জনগন মাননীয় প্রধানমন্ত্রী,গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন করছি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে আকরাম আলী সরকারকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়ার জন্য। কারন এই ইউনিয়নে আকরাম আলী সরকারের বিকল্প কোন প্রার্থী নেই। তিনি একমাত্রনৌকা প্রতীকের মর্যাদা রাখতে পারবেন।