মাহফিজুল ইসলাম রিপন
রংপুরের বদরগঞ্জে জাতীয় পার্টির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বদরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করাহয়। উদ্বোধন শেষে একটি সুসজ্জিত বিশাল র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রী কলেজের হল রুমে এসে মিলিু হয়। সেখানে জাতীয় ছাত্র সমাজ বদরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিলনের সভাপতিত্বে জাতীয় ছাত্র সমাজের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জননেতা এড. মোকাম্মেল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ আকমল হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটিরসহ-সাধারন সম্পাদক মোঃ ইমতিয়াজ আজিজড্যানি প্রমুখ।