বিশেষ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে প্রতিবন্ধীবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগীতায় রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে এই নাগরিক সংলাপ অনুষ্ঠানের সভাপত্বি করেন রংধনু রংপুর জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো: নুর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান মো: রাকিব হাসান ডলু। বিশেষ অতিথি ছিলেন লোহানীপাড়া ইউপি সচিব অনিমেষ সরকার। অনুষ্ঠানে মুলপ্রবন্ধ পাঠ করেন রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার অর্থ সম্পাদক মো: আরিফুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সাধারন সম্পাদক হাসানুর রহমান ও কমিউনিটি মোবিলাইজার মো: আতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহানীপাড়া অত্র ইউনিয়নের তিন শত ষাট জন প্রতিবন্ধী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।