বিশেষ প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চোখে বাংলাদেশের সকল ধর্মাবলম্বি সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্মাবলম্বিদের নিজস্ব ধর্ম প্রতিষ্ঠান বা উপসানালয় তৈরির জন্য দেশরতœ প্রধানমন্ত্রী আলাদা আলাদা বিশালাকার বরাদ্দ দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন। মুসলমানের জন্য যেমন পবিত্র হজ্ব পালনের ব্যবস্থা আছে তেমনি সনাতন ধর্মাবলম্বিদের জন্য রয়েছে গয়া কাশি ধামে যাওয়ার সু-ব্যবস্থা। এর আগে কোন সরকার সকল ধর্মাবলম্বিদের জন্য এধরনের কোন উদ্যোগ হাতে নিতে পারেনি। গত রবিবার (৫জুন) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাচারীপাড়া পুর্ব রাধাকৃষ্ণের মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কথাগুলো বলেন, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটিরি যুগ্মসাধারন সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। এসময় তিনি রাধাকৃষ্ণের মন্দির কমিটির হাতে প্রধানমন্ত্রীর অনুদান নগদ ১০লক্ষ টাকা তুলে দেন। এছাড়াও তিনি আশেপাশের মসজিদ ও বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, স্থানীয় ইউপি সদস্য বাবু অতুল চন্দ্র, বাংলাদেশ আওয়মীলীগের নেতৃবৃন্দসহ, ছাত্রলীগ নেতা ইমরান আলী, কৃষকলীগ নেতা নুর আলম,মমিনুল ইসলাম, মতস্যজীবিলীগ নেতা ফিরোজ আলী সহ আওয়ামী দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।