জাহেদ হাসান,কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ২৮টি ড্রেজার মেশিন ও ১৬০০ ফুট বালি উত্তোলনের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, গতকাল কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্বে বনকর্মী এবং সিপিজিদের সহযোগিতায় অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে ফুলছড়ি রেঞ্জের খুটাখালি বিটের খুটাখালি খাল, পাগলিরবিল, মুক্তিযোদ্ধার বাগান এবং ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন দাংগাঘাট এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলছড়ি, ফাঁসিয়াখালী নাপিতখালী ও রাজখাট বিট কর্মকর্তা, স্টাফ, হেডমেন, ভিলেজারগণ অংশ গ্রহণ করেন।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ ফারুক বাবুল বলেন, অবৈধ বালি উত্তোলন রোধে বনবিভাগ তৎপর রয়েছেন। ড্রেজার মেশিন বসিয়ে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন এলাকায় বালি উত্তোলন করে পাচার করে আসছিলো। বিষয়টি আমাদের নজরে আসলে ডিএফও’র নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ সবসময় সচেষ্ট রয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।