সুমন ভট্টার্চায:
আত্ম মানবতায় মানুষ থাকুক মানুষের পাশে এই শ্লোগান কে সামনে রেখে এম জে এন্টারপ্রাইজ পানিবন্ধী প্রায় দুই শতাধিক বন্যায়কবলিত দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এইসব বিতরন করা হয় নেত্রকোনার জারিয়ার শংকরপুর, জালুয়া কান্দা এলাকায়।
এম জে এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন লস্কর রিগ্যান প্রত্যেক সামর্থ্যবান মানুষ কে দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর বিনীত অনুরোধ জানান। সহযোগিতায় ছিলেন সাজ্জাদ ইসলাম জিহান, মনির আহমেদ, প্রকাশ, রনি,জিয়া হিমেল, সাঈদ,অনু, সোহান প্রমুখ।