বরগুনা প্রতিনিধি:
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্ততি সভা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় শহরের নজরুল ইসলাম সড়কে সাবেক ইসলামি ব্যাংকের দ্বিতীয় তলায় আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মাওলানা মো. শাহজালাল রুমী।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ( বরিশাল বিভাগ) ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাওলানা এবিএম রুহুল আমীন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর চাখারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওরামা দল বরিশাল বিভাগের সদস্য সচিব মাওলানা মো. লুৎফুল্লাহ, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, হুমায়ুন হাসান শাহিন।