মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনার পুলিশ সুপার অফিসের উত্তর পাশে সার্কিট হাউস ইদগা মাঠ সংলগ্ন একটি গাছ থেকে সোমবার রাত ২-১৫ দিকে সীমান্ত (২৪) নামের এক পুলিশ সদস্যর ঝুলন্ত লাশ উদ্বার করেছে বরগুনা সদর থানা পুলিশ।
জানাগেছে,সোমবার দিনগত রাত আনুমানিক ২টার পরে একজন পথচারী বরগুনা থানার ওসিকে মোবাইলে জানান,সার্কিট হাউস তথা বরগুনা কেন্দ্রীয় ইদগা মাঠ চত্তরে একটি গাছে কে যেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
তাৎক্ষণিক পুলিশের ভ্রাম্যমাণ টিম সহ ওসি তদন্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ থেকে মৃতদেহ নামিয়ে দেখতে পান ঐ ব্যাক্তি স¤প্রতি পুলিশের আউট সোর্সিং কাজ থেকে চাকুরীচ্যুত সদস্য সীমান্ত(২৪)।এর আগে সে পাথরঘাটায় কর্মরত ছিলো।তার বাড়ী বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। রাতেই পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দিয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্হানীয়রা জানায়, সীমান্ত মানসিক ভাবে অসুস্থ ছিলো। অনেক সময় যেখানে সেখানে তাকে ঘুমিয়ে থাকতেও দেখেছেন কেউ।সীমান্তের বাবা বিধান দাস জানান,সোমবার রাতে বাসায়ই ছিলো সে তার কাছে টাকা চেয়েছিল। রাতে সকলে ঘুমিয়ে পড়লে কখন সে ঘর থেকে বের হয়ে যায় আলাপ পাননি।পুলিশের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তিনি বলেন,কেন যে ছেলে আত্মহত্যা করলো বুঝতে পারছিনা।আমার কারো বিরুদ্বে কোন অভিযোগ নেই।
বরগুনা থানার ওসি (তদন্ত) জানানএই ঘটনায় সীমান্তের বাবা থানায় মঙ্গলবার সকালে একটি লিখিত তার ছেলের আত্মহত্যার বিষয়টি জানান। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যাবস্হা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন আপাতত এই আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ