বরগুনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’বরগুনায় রিসাদ হাসান প্রিন্স নামে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি জেলা ছাত্রলীগেরও সাবেক সহ-সভাপতি ছিলেন।শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরশহরের লোহাপট্টি নামক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার একটি দোকান থেকে সাবেক ছাত্রলীগ নেতা রিসাদ হাসান প্রিন্সকে আটক করা হয়। পরে বিকালে জেলা যুবদলের এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement