বরগুনা প্রতিনিধি:
স্বৈরাচারী সাবেক প্রধানমন্তী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার যারা নিহত ও আহত হয়েছেন তাদের কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজবুল কবির।
আজ সোমবার বেলা ১১ টায় শহরের নজরুল ইসলাম সড়কের একটি ভবনের অস্হায়ী কার্যালয়ে এ অর্থ বিতরন করা হয়েছে। নিহতদের পরিবারে ১০ হাজার টাকা ও আহতদের পরিবারে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জহিরুল হক পনু বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার, বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা বেলাল হোসেন। আন্দোলন গুলিবিদ্ধ বিএনপির কর্মি হান্নান।
নিহত ও আহত দের পরিবারের উদ্দেশ্যে বিএনপি নেতা রেজবুল কবির বলেন, তারেক রহমান দেশের মানুষের জন্য আন্দোলন করেছিলেন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবীতে একদফা আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হয়।