বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলায় অসহায় জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে এ বকনা বাছুর বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন, নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুজ্জামান প্রমুখ।এ সময় ৪০টি গরুর বাচুর বিতরন করার কথা থাকলে ও বাছুরের সাইজ ছোট ও বাঁচানো সম্ভব নয় বলে অনেকে খালি হাতে বাড়ি ফিরে গেছেন।
ঠিকাদার বেশী দুর্বল ৭ টি বাছুর ফেরৎ নিয়ে গেছেন। খালিহাতে ফিরে যাওয়া আসহয় জেলেরা জানান বরগুনা জেলার সদর উপজেলা বেশী দুর্যোগ প্রবন এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ¡াসের প্রভাব দেখাদিলে এ গরুর বাছুর বাঁচানো সম্ভব নয়। এ বিষয় বরগুনা সুশীল ব্যক্তিরা বলেন মৎস্য অধিদপ্তরের এ ধরনের কার্যক্রমে ফল ভাল আসবে না। সরকারের ভালো পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে বরগুনা সদর উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় দুর্যোগ সহনশীল কার্যক্রম হাতে নেওয়ার পরামর্শ দেন তারা।