বরগুনায় ডেঙ্গুতে আরও ৭৭ জন আক্রান্ত, একজনের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান,বরগুনাঃ

বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এতে করে চলতি বছরে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় ১ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন এবং তালতলী ও আমতলী উপজেলায় ৩ জন করে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুবরণকারী রোগীর নাম নেছার উদ্দিন (৬০), তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। তাদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন, আমতলীতে ১২ জন, বেতাগীতে ১ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলীতে চিকিৎসাধীন ১২ জন।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ২ হাজার ৬৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পাথরঘাটায় ১১৮ জন, বামনায় ৬৮ জন, আমতলীতে ৩০ জন, তালতলীতে ৩১ জন এবং বেতাগীতে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

মোট মৃত্যুর মধ্যে বরগুনা সদর উপজেলার ২৩ জন, পাথরঘাটা উপজেলার একজন এবং বেতাগী উপজেলার দুইজন রয়েছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানান, দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের এই ঊর্ধ্বগতি খুবই উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সবাইকে সতর্ক হতে হবে। একইসাথে এলাকাভিত্তিক মশক নিধন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement