বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্বে সচেতন সংস্কৃতি কর্মীদের মঙ্গলবার সকাল১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সাধারণ শিল্পী গোলক সাহা,রাইসুল ইসলাম। মানব বন্ধনে বক্তারা সাধারণ সম্পাদকের অপসারন, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিতের আহবান জানান জেলা প্রশাসকের কাছে।
পরে সাধারণ শিল্পীরা বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি মো. হাবিবুর রহমান এর কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।