বরগুনায় ২৪ ঘণ্টায় ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি, বাবনায় এক শিশু মৃত্যু 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান ,বরগুনা

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন। চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ জনে।

ডেঙ্গুর ঊর্ধ্বমুখী এই সংক্রমণের মধ্যেই শনিবার (৫ জুলাই) দুপুরে ডেঙ্গুর লক্ষণ নিয়ে মারা গেছে এক শিশু। বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান মল্লিকের ১১ বছর বয়সী শিশু সন্তান রাইছা শনিবার দুপুর ১টার দিকে মারা যায়। তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং বাকি সবাই বরিশালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিংবা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, রাইছাকে কয়েকদিন আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. এনামুল হক তুহিনের কাছে নেওয়া হয়। তিনি এনএসওয়ান ও সিবিসি পরীক্ষা করান, যেখানে ডেঙ্গু নেগেটিভ এলেও প্লাটিলেট কম ছিল। পরামর্শ অনুযায়ী শিশুটিকে বরিশালে চিকিৎসক তালুকদার মজিদের কাছে নেওয়া হয়। সেখানেও এনএসওয়ান নেগেটিভ এলেও প্লাটিলেট ছিল স্বাভাবিকের চেয়ে কম। চিকিৎসা শেষে বাড়ি নেওয়ার পর শনিবার দুপুরে রাইছা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে আনার আগেই মারা যায়।

তিনি আরও জানান, শিশুটির মৃত্যু ডেঙ্গুর লক্ষণ নিয়েই হয়েছে, তবে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েনি। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো ও চিকিৎসাসেবায় প্রস্তুতি জোরদারের কথা জানানো হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement