বরগুনা প্রতিনিধি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সুজন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান মুনীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর্জা হুমায়ুন কবির বাচ্চু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সঞ্জীব দাস, মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস। সভা সঞ্চালনা করেন সুজনএর বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা কাদের।