বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা সদর সহ জেলার ৬টি উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারী-বে-সরকারী কার্যালয়, ব্যাবসা প্রতিস্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,জেলা প্রশাসক,সংসদ সদস্য,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামীলিগ,উপজেলা পরিষদ,চেম্বার অবকমার্স,পৌরসভা, বঙ্গবন্ধু পরিষদ,প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রিন্ট মিডিয়া, টেলিভিশন সাংবাদিক ফোরাম,মহিলা পরিষদ,জাতীয় মহিলা সংস্হা, প্রাণী সম্পদ বিভাগ,জেলা পরিষদ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলিগ সহ শতাধিক প্রতিস্ঠান। একপর্যায় শ্রদ্ধা জানাতে আসা প্রতিষ্ঠানের মধ্য কারা আগে যাবে নিয়ে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়।
শ্রদ্ধা জানানো শেষে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। সকাল ৯ টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক,সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে টেনিস মাঠে ইসলামী ফাউন্ডেশনের উদ্দোগে আয়োজন করা হয়, কোরআনখানী, দোয়া অনুষ্ঠানের। বেলা ১১ টায় জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে ভারর্চুয়াল স্মরন সভার আয়োজন করা হয়। বরগুনার বিভিন্ন উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।