আসাদুজ্জামান,বরগুনা
বরগুনা শহরের আনাচে কানাচে ভ্যান গাড়ীতে চলছে আম বিক্রির মহা ধুম। ক্রেতারা সুলভ মূল্যে ক্রয় করছেন তাদের কাংখিত সুস্বাধু বিভিন্ন প্রজাতির আম। খুচরা বিক্রেতা মৌসূমি ফল ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে যেনো মহাখুশী। আড়ৎদার বকুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলে এবারে আমের বাম্পার ফলন হয়েছে, তাই চাহিদানুযায়ী আমের আমদানি করতে কোন বেগ পেতে হয়না। গত বছরের তুলনায় এবারে আমের দামও অনেকটা কম। খুচরা মূল্য প্রতি কেজি ল্যাংড়া-৬৫ , হিম সাগর-৭০, আম্রপলি-৮০, গ্রেট বোম্বাই-৫০ ও গুটি আম-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সদর উপজেলায় রয়েছে অনেকগুলো আমের বাগান। এথেকে ক্রেতাদের আমের চাহিদা অনেকটা মিটেছে। অবশ্য বাজারের তুলনায় বাগানের আমের দাম অনেকটা বেশী। যে কোন ধরনের আমই তারা বিক্রি করছেন প্রতি কেজি ১০০-১২০ টাকা করে। এর কারন জানতে চাইলে আম বাগান মালিক মুহিত খাঁন জানান, আমরা ক্রেতাদের সামনে গাছ থেকে আম দিয়ে থাকি, তাই নিঃসন্দেহে এটা ফরমালিন মুক্ত। যারা একটু সচেতন তারা ফরমালিন আতংকে বাজারের আম ক্রয় না করে বাগানের আম ক্রয় করছেন। দেখা যায়, বরগুনা শহরের ভাড়ানী খালপাড়ে রয়েছে কয়েক’শ আমের দোকান। আনন্দঘন পরিবেশে মনের আনন্দে বিক্রেতা ক্রেতাদের কাছে বিক্রি করছেন হরেক রকমের আম। তারা জানান, এবারের মৌসূমে আমের ব্যবসায় লাভ হবে আশাতিত। এদিকে ক্রেতারাও তাদের কাংখিত নানা প্রজাতির আম পেয়ে এবং আশানুরুপ মূল্যে তা ক্রয় করতে পারছেন বলে আনন্দিত।