বরগুনা প্রতিনিধি:
ভারতে বিজিপি আর নরেন্দ্র মোদির মুখপাত্র নুপুর শর্মার বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়রত মুহম্মদ (সঃ) কে অশোভন মন্তব্যর প্রতিবাদে সারা বিশ্ব মুসলমানদের মত বরগুনার সকল বয়সের মুসলমানরাও বিক্ষোভে ফেটে পড়েছে। আজ জুম্মা নামাজ বাদ বরগুনা প্রেসক্লাব চত্তরে বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মুসুল্লিরা সমবেত হয়। বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম খতিব মুফতি মাওলানা গোলাম মাওলা জাহিদের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা হেলাল উদ্দীন ওসমানী, মুফতি মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন,আমাদের মূল বন্ধন হচ্ছে ইসলাম আর মুসলমান এখানে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। মোদি আর তার বিজিপি সরকার হিন্দু রাস্ট্র প্রতিষ্ঠার জন্য ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার যে অশুভ পরিকল্পনা করেছে নুপুর শর্মার নবী (সঃ) কে নিয়ে বক্তব্য তারই ইঙ্গিত করে। সমাবেশে অংশ গ্রহণকারীরা ভারতীয় সকল ধরনের পণ্য বর্জন করার অঙ্গীকার করেন। একই দাবীতে ইসলামী আন্দোলন বিক্ষোভ ও সমাবেশ করে। জেলার অন্য উপজেলায়ও জুম্মা বাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।