জাফর ইকবাল, পাথরঘাটা (বরগুনা)
মাধ্যমিক পর্যায়ে বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পাথরঘাটা উপজেলার পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম রেজা ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম।
জানাগেছে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা সহ ১২ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। উক্ত প্রতিযোগিতায় পাথরঘাটা উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম রেজা। তরিকুল ইসলাম রেজা ২০১৬ সালের ২০ জুন উক্ত পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
২০১৭ সালে তিনি বরগুনা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন এবং ২০১৯ সালে তার দক্ষতায় পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি বরগুনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম দীর্ঘ ২২ বছর যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং বর্তমানে তিনি পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) কর্মরত আছেন
। তিনি ২০১৮ সালে সরকারিভাবে বৈদেশিক (ফিলিপিন) সফর করেন। এছাড়াও সুনামের সাথে বরগুনা জেলায় একাধিক বিষয়ে মাষ্টার ট্রেইনার, বরিশাল শিক্ষাবোর্ডে প্রধান পরিক্ষক, একাধিক সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান সমূহে সভাপতি, সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। মোঃ আবদুর রহিম পাবলিক পরিক্ষায় হল সুপার হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।