বরিশাল প্রতিনিধি
একটি খেয়াঘাটের দখলকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় ওইস্থান দিয়ে যাওয়া সাংসদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ অক্ষত অবস্থায় থাকলেও তাকে বহন করা গাড়ির গøাস ভেঙে চালক আহত হয়েছেন।হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে।স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে ডাকবাংলোতে বিশ্রাম নেন সাংসদ পঙ্কজ নাথ। পরবর্তীতে রাতে মেহেন্দিগঞ্জে যাওয়ার জন্য গাড়িবহর নিয়ে পুরাতন হিজলা ফেরিঘাটের দিকে রওনা হন। পথিমধ্যে খুন্না বন্দরে পৌঁছলে স্থানীয় একদল লোক সাংসদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সাংসদকে বহনকরা গাড়ির গøাস ভেঙে চালক শুক্কুর আহমেদ আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।গাড়িবহরে হামলার অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, বাউশিয়া খেয়াঘাট দখল নিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে সংঘর্ষ চলার সময় আমার গাড়ি বহর তার মধ্যে পরেছিলো।বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে বড়জালিয়া ইউনিয়নের দলীয় অনুষ্ঠানে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থী পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদের পক্ষে সাংসদ পঙ্কজ নাথ বক্তব্য দিয়েছেন। ওই ঘটনার জের ধরে হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন। হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম রাসেল বলেন, সাংসদের ওপর সরাসরি নয়; তার গাড়িবহরে হামলা হয়েছে। এতে সাংসদকে বহনকরা গাড়ির গøাস ভেঙে গেছে। ঘটনার পর পরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।