সুলতান খান, বরিশাল
আদালতের আদেশ অমান্য করে বিজ্ঞপ্তি দিয়ে দু’টি পুকুর ইজারা দেওয়ার ঘটনা ঘটেছে বরিশাল জেলার সন্নিকঠে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বন্দরে। ইতিপূর্বে এভাবে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় সেখানকার ডিসি, এডিসি, ইউএনও আদালতের আদেশ অবমাননার দায়ে কোর্টে হাজির হয়েছিলেন। এবারে আদালতের আদেশ অমান্য করে বিজ্ঞপ্তি দিয়ে দু’টি পুকুর ইজারা দেয়ার ঘটনা ঘটেছে বরিশাল জেলা সংলগ্ন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বন্দরের রাজেশ্বর রায় চৌধুরীর বর্তমানে চলমান ওয়ারিশদার প্রীতম মুখার্জিদের কলসকাঠী কালীবাড়ির দিঘী এবং হাল ৬৫১ নং দাগের .১১ শতাংশ কলসকাঠী পুকুর । বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজেশ্বর রায় জমিদার বাড়ির কয়েকশো বছরের পুরানো ব্যক্তি মালিকাধীন .৮২ শতাংশ কালীবাড়ির দিঘীসহ আশপশের জমি নিয়ে মামলা বিচারাধীন এবং পুকুর দু’টির আশেপাশের জমির ওপর আদালতের স্থিতাবস্থাদেশ বহাল থাকার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বিজ্ঞপ্তি দিয়ে পুকুর দু’টি ইজারা দিয়েছে। আর এঘটনায় জেলা প্রশাসক বরিশাল, বাকেরগঞ্জ উপজেলার ইউএনও, এসিল্যান্ড, তহশীলদার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিগত ৬ / ০৪ /২০২২ ইং তারিখে বর্নিত ইজারা বিজ্ঞপ্তি তালিকা হইতে অপসারণ ও ইজারা বাতিল চেয়ে পত্র প্রেরণ করেছেন প্রীতম মুখার্জি। মামলার বিষয়টি জানা সত্ত্বেও ইউএনও পুকুর দু’টি ইজারা দিয়েছেন তা তার কথাবর্তায় প্রতীয়মান হয়। মামলা সূত্রে জানা যায় তফসিল বর্ণিত জে , এল ৬৩ নং কলসকাঠী মৌজার আর,এস ৬২৫ ,৬৫৫,৭৭৪ ,১৪৩৪, ১, ৩৩, ৬২৭’ ,১৮, ২১নং খতিয়ানের হাল দাগ নং ৬৪৯, ৬৫৬ ,৩৯৫ ,১৬৫৩ ,৬৫১ ,৬৬২ ,৬৬৮ ,৬৭১ ,৫৮২ ,৫৯৯ ,১৬৪৮ ,১৭২৮ , ১৭৮০ ,১৬৫৪ ,৬৬৯ ,১৫৪৫/১৯৫২ ,৪০৪ ,৪০৫ ,৪০৬ ,৪০৭ মোট ভূমি ২-৯৯ একর সম্পত্তি নিয়া সূত্রে বর্ণিত মোকাম বরিশাল ৩য় যুগ্ম জেলা জজ আদালত ফাইলিং দেওয়ানী ৪২/০৯ নং মোকদ্দমাটি বর্তমানে বদলি হইয়া মোকাম বরিশাল বাকেরগঞ্জ সহকারী জজ আদালত দেং ১৩০/২০২১ নং মোকদ্দমা বিচারাধীন অবস্থায়আছে। আদালত সূত্রে মোকদ্দমাটির কাগজপত্র তরজমা করে দেখা যায় বিগত ইং ২৪/ ০৩/২০১৫তারিখ ৬৮ নং আদেশ দ্বারা মোকদ্দমার তফসিল বর্ণিত ভূমিতে বিজ্ঞ আদালত স্থিতিবস্থা বজায় রাখায় আদেশ প্রদান করিয়াছেন। যা বর্তমানে বহাল ওবলবৎ আছে। তাহাতে রাষ্ট্রপক্ষ যথারীতি নোটিশ প্রাপ্ত হইয়া মোকদ্দমায় বর্ণনা দাখিল করে কনটেষ্ট করে আসিতেছেন। অথচ পুকুর দ’টি নিয়ে মোকদ্দমা চলমান এবং পুকুরের ওপর আদালতের স্থিতিবস্থাদেশ (স্ট্যাটাসকো) বহাল থাকার পরও ০৭ মার্চ বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাস তালিকার ১০টি পুকুর (জলমহাল) ইজারা দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন যার স্বারক নং ৩১ , ১০ ,০৬০৭ ,০১৫, ০২ ,০০৩,২২-১৪২ এবং ২০ মার্চ দরপত্র খোলার তারিখ নির্ধারন করেন। ওই খাস তালিকায় প্রীতম মুখার্জির ০৫ নং ,০৮ নং দাবী করাপুকুরের নামও আছে।এ বিজ্ঞপ্তি কান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়কে আমাদের কন্ঠ’র পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন ,স্থিতিবস্থা আছে কিন্তু নিষেজ্ঞা নাই এই বলে মুঠোফোন কেটে দেন। একাধিক স্থানীয় সূত্রে জানা যায় নির্বাহী কর্মকর্তা মাধবী রায় আখিরি সময় নিজের আখের গুছিয়ে গেলেন।