বরিশাল প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে আর ও ১৬ টন ইলিশ পাঠানো হয়েছে। গত রোববার রাতে মোট চারটি ট্রাকে এসব ইলিশ ভারতের উদ্দেশে বরিশাল নগরীর পোর্ট রোড ইলিশ মোকাম থেকে রওনা হয়েছে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিরব হোসেন টুটুল জানান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল থেকে চার জন ব্যবসায়ীকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। তারা দুই হাজার ৪৫০ মেট্টিক টন ইলিশ রপ্তানি করবেন। গতকাল রাতে ১৬ মেট্রিক টন ইলিশ গেছে। সোমবার সকালে বেনাপোল হয়ে এসব ইলিশ ভারতে পৌঁছেছে। এ নিয়ে বরিশাল থেকে মোট ৫২ টন ইলিশ ভারত গেছে। যা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র বলেন, ভারতে ইলিশ রপ্তানি করার পরেও দেশের বাজারে চাহিদার ঘাটতি নেই। বরিশালে খুচরা বাজারসহ ঢাকার বাজারেও যথেষ্ট ইলিশ রয়েছে। বর্তমানে ইলিশ আহরণ বাড়ায় রপ্তানি হওয়ার পরেও কোনো ঘাটতি নেই।