শরিফুল ইসলাম, মানিকগঞ্জ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশে এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম কে শহরে রূপান্তর করে যাচ্ছে বর্তমান সরকার। কারন গ্রামের উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধি যখন বেগবান হবে তখন গোটা বাংলাদেশ এগিয়ে যাবে সম্মুখপানে।
শনিবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জের শিবালয়ে উথলি ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন। দুর্জয় আরো বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের পরিধি বাড়াতে নতুন ভবন নির্মাণ। নাগরিক সুবিধা নিশ্চিত করে দেশের প্রতিটি গ্রামে উন্নত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি আধুনিক স্বাস্থ্য সেবা ও সুচিকিৎসা, মানসম্মত শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের সম্প্রসারণের মাধ্যমে আধুনিক শহরের সব সুবিধাদি পৌঁছে দেওয়ার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আ’লীগকে পুনরায় জয়যুক্ত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংসদ দুর্জয়। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তাইয়েবুর রহমান টিপু , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস আলি । এছাড়াও বিকেলে ঘিওর উপজেলা ডাকবাংলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সাংসদ দুর্জয়