অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আহমেদ ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সোমবার (৬ জুন) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আহমেদ ফুটওয়্যার লিমিটেড নামে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দেওয়ান আজাদ আরো বলেন, ‘এ ঘটনায় এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন আগুন নির্বাপণের কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত চ্যানেল ২৪ এর সাংবাদিক হিমেল জানান, ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।