বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন- সৈয়দ মারগুব মোর্শেদ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার:

তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসি’র প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোশের্দ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি গত সোমবার রাজধানীর হোটেল অরনেটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

বিসিআরসির নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক উপলক্ষ্যে “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নঈম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরাম এর সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা এস এম সফিউর রহমান দুলু, বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, সিআইডি পুলিশের সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, দৈনিক দিন প্রতিদিন এর উপ সম্পাদক এ এস এম নজিবুল আকবর, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়ন প্রমূখ।

সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ এর পরিচালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসির সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম খান, সহ-সভাপতি খন্দকার আব্দুল মান্নান বাবু, শাহ-আলম শিকদার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান বাবু প্রমূখ।

সাবেক তথ্য সচিব ও বিসিআরসির প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, সংবাদ পত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এই অঙ্গটিকে ঠিক রাখতে হলে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়পোযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোন সংবাদ পরিবেশন করা উচিৎ হবে না যাতে দেশের ভাবমূর্তী ক্ষুন্ন হয়।

প্রধান আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ । এত কম সময়ে পৃথিবীর কোন দেশ স্বাধীনতা অর্জন করতে পারেনি। মুক্তিযুদ্ধ জয়ের ভূমিকা রাখে বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতা।

বিসিআরসির সভাপতি আলী আশরাফ আখন্দ নবগঠিত কার্যকরি কমিটির ৪১ জন সদস্য কে অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সিআইডি পুলিশের সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুন আশরাফ, সহ-সভাপতি শাহ-আলম শিকদার জয়, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম খান, সদস্য মোঃ দুলাল উদ্দিন ও ঝর্ণা নদী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement