অনলাইন ডেস্ক: চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি। প্রায় এক মাস দীর্ঘ এই সিরিজে একটি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ। এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। করোনা ভাইরাসের কারণে জিম্বাবুয়েতে এখন ক্রীড়াকার্যক্রম বন্ধ রয়েছে। ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা গত শনিবার ঘোষণা এই দিয়েছিলেন। যা নিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজও। তবে সূচী চূড়ান্ত হওয়ায় সিরিজ মাঠে গড়ানো নিয়ে কোন সন্দেহ নেই আর। চলতি মাসের ২৮ অথবার ২৯ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। যদিও এখন পর্যন্ত দল ঘোষণা করেননি নির্বাচকর।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট