বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসাবে গরু বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে জেলেদের মধ্যে এই গরু বিতরণ করা হয়।
উপজেলার নদী তীরবর্তী কাছিপাড়া ইউনিয়নে ১, বগা ১, কেশবপুর ৩, ধুলিয়া ৩, নাজিরপুর ২, চন্দ্রদ্বীপ ৩ ও কালাইয়া ইউনিয়নের ২জন জেলেকে ১৫টি গরু দেওয়া হয়েছে। সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আল আমিন, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবর রহমান।