পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সঙ্গবদ্ধ মাদক ব্যাবসায়ীদের হামলায় এক বৃদ্ধা সহ দুই সহোদর গুরুতর জখম হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দাশপাড়া এলাকার গণি হাওলাদার বাড়িতে ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় হাসান হাওলাদার (৩০) ও ইউসুফ হাওলাদার (১৮) ভবন নির্মানের জন্য ট্রলি দিয়ে বাড়িতে ইট নিয়ে যাচ্ছিলেন। ওই সময় একই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে কালাম, সজল হাওলাদার ও ফারুক হাওলাদার তাদেরকে বাঁধা দেয় এবং দেখা করতে বলে। তাদের সাথে দেখা না করায় রাত ১১টার দিকে কালাম, সজল ও ফারুকের নেতৃত্বে ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ দল গনি হাওলাদার বাড়ীর ভিতর প্রবেশ করে ইউসুফ ও হাসানকে খুঁজতে থাকে। ওই সময় তারা ঘরের বাহিরে আসলে সঙ্গবদ্ধ দলটি রামদা ও লোহার পাইপ দিয়ে তাদেরকে এলোপাথারি ভাবে পিটিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে ঘরের ভিতর প্রবেশ করলে হামলাকারীরা ঘরের আসবাবপত্র পিটিয়ে ও কুপিয়ে ভাংচুর করে। ওই সময় দাদী লাল বিবি বাঁধা দিলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। বাউফল হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক জানান, ইউসুফের পা ভেঙ্গে গেছে। হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। কালাম, সজল ও ফারুক হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২/৩৯০ ও ২৬/১৫৭ সহ পাঁচটি মামলা রয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, অভিযোগ পেলে আইনাননুগ ব্যবস্থা নেওয়া হবে।