জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বাগদান সেরেছেন। সোনাক্ষীর ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে এমন গুঞ্জন শুরু হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। ছবিতে সোনাক্ষীর বাম হাতের অনামিকায় জ্বল জ্বল করতে দেখা গেছে একটি বড় এনগেজমেন্ট রিং। শুধু তাই নয়, তার প্রকাশ্যে আনা ছবি দুটোর মাঝে এক রহস্যময় পুরুষের অস্তিত্ব মিলেছে।
একটি ছবিতে সেই পুরুষের হাত ধরে আছেন সোনাক্ষী। অন্যটিতে রহস্যময় সেই পুরুষের কাঁধে মাথা রেখেছেন এই অভিনেত্রী। ছবিগুলির ক্যাপশনে সোনাক্ষী লেখেন, আমার জন্য একটা বড় দিন!!! আমার জীবনের একটা বড় স্বপ্ন আজ পূরণ হলো, আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষা আর সহ্য করতে পারছি না। ভাবিনি এত সহজ হবে।
গুঞ্জন আছে অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। ২০২১ সালে জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী। এরপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়। যদিও এ জুটির দাবি, ‘তারা খুব ভালো বন্ধু। তবে বাগদানের গুঞ্জন ওঠার পর এ বিষয়ে মুখ খুলেননি সোনাক্ষী-জহির।
২০১০ সালে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এতে তার সহশিল্পী হুমা কুরেশি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে সোনাক্ষীর সঙ্গে জহির ইকবালকেও দেখা যাবে।