বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দেপাড়া নেছারিয়া আলিম মাদ্রাসায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সিনিয়র শিক্ষক ক্বারী মাওঃ মোঃ ওবায়দুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমশের আলীর সভাপত্বিতে বক্তব্য রাখেন গোটাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহমান হাওলাদার। অধ্যক্ষ মাওঃ মোঃ মহিবুল্লাহ ক্বারী মাওঃ মোঃ ওবায়দুল্লাহর চাকুরী জীবনে স্মৃতি চারণ করে বলেন তিনি চাকুরী জীবনে একজন ভালো মনের মানুষ পেয়েছিলেন, নিয়মানুবর্তীতা, কত্যর্ব নিষ্ঠা ও সততার মূর্ত প্রতিক ক্বারী ওবায়দুল্লাহ। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষককে ক্রেষ্ট, জায়নামাজ, পাঞ্জাবী, টুপি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।