বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলায় একজন করে করোনা আক্রান্ত হয়ে মারাগেছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৩ জন মারা গেলেন। গতকাল বুধবার বাগেরহাটে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।জেলায় নমুনা পরিক্ষায় সংক্রমন হার এক দিনের ব্যবধানে প্রায় ৫ শতাংশ কমে দাড়িয়েছে ৪৪. ১১ শতাশে। বাগেরহাট সদরে উপজেলায় ২৫টি নমুনাপরীক্ষায় ২১ জনের করোনা সনাক্ত হয়েছে। সদর উপজেলায় সংক্রমণ হার ৬৩. ৩৩ শতাংশ শতাংশ থেকে বেড়ে ৮৪ শতাংশে দাড়িয়েছে। কচুয়ায় ৫টিনমুনা পরিক্ষায় ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। কচুয়ায় সংক্রমণ হার ৬০ শতাংশ। রামপালে ১৩টি নমুনা পরিক্ষায় ৭ জনের করোনা সনাক্ত হয়েছে।রামপালে সংক্রমণ হার ৫৩. ৮৪ শতাংশ। মোরেলগঞ্জে ২১টি নমুনা পরিক্ষায় ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। মোরেলগঞ্জে সংক্রমণ হার ৪২. ৮৫ শতাংশ। ফকিরহাটে ১ জনের নমুনা পরিক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। ফকিরহাটে সংক্রমণের হার ১০০ শতাংশ। শরণখোলা উপজেলায় ১ জনের নমুনা পরিক্ষায় ১জন আক্রান্ত হয়েছে। শরণখোলায় সংক্রমণের হার ১০০ শতাংশ। করোনার হটস্পট মোংলায় সংক্রাসন হার কিছুটা কমেছে। আক্রান্তের সংখ্যা আবাও বেড়েছে। মোংলায় ৫৩ জনের নমুনা পরিক্ষায় ১৬ জন আক্রান্তহয়েছে। মোংলায় সংক্রমন হার ৩৫.৭১ শতাংশ থেকে ২৪ ঘন্টায় কমে দাড়িয়েছে ৩০. ১৮ শতাংশে। চিতলমারীতে ১৭টি নমুনা পরিক্ষায় ২ জনের করোনাসনাক্ত হয়েছে। চিতলমারীতে সংক্রমণ হার ১১. ৭৬ শতাংশ। বাগেরহাটে এখন মোংলার পাশাপাশি বাগেরহাট সদর, ফকিরহাট, রামপাল, শরণখোলা ওমোরেলগঞ্জ উপজেলার গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। মোংলায় প্রশাসনের তৃতীয় দফায় কঠোর বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে। মোংলায় গ্রামে-গঞ্জে করোনা ছড়িয়ে পড়লেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেসাধারণ মানুষের চলাফেরা করছে। এই অবস্থার মধ্যেও মোংলায় দেয়া হয়নি লকডাউন। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে রয়েছে মানুষের উপচে পড়াভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। খেয়া নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ আবারো বাড়ানো হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।তবে, জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণেরহার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন করোনাহটস্পট হয়ে উঠেছে। জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ ৭৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। জেলায় ৪০ থেকে ৫০ শথাংশের মধ্যে ওঠানামা করছে। করোনাসংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এপর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায়েছে ২ হাজার ৭৫১ জন।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। জেলা সদরে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও ৮টি উপজেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীনরয়েছেন ১৯৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৪১ জন।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল