বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চায়ের দোকানে থাকা ক্যারামবোর্ডের উপর থেকে দুই দিনবয়সী এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (০৭ জুন) ভোর ৫টায় ৯৯৯ এ কল পেয়ে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই মেয়ে নবজাতককেউদ্ধার করা হয়। নবজাতকটি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. খান শিহানমাহমুদ বলেন, ভর্তি হওয়া মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক দুইদিন হবে। সে এখন সুস্থ্য রয়েছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয়চিকিৎসা প্রদান করছি। চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দ টেরপেয়ে আমার ঘুম ভেঙ্গে যায়। পরে ঘুম থেকে উঠে কান্নার আওয়াজের উৎসখুজতে থাকি। এক পর্যায়ে সাইদুলের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের উপরে নবজাতকটিকে দেখতে পাই। পরে আমি ৯৯৯ এ ফোনদিয়ে পুলিশকে বিষয়টিজানাই। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আছাদুজ্জামান বলেন, ভোর রাতে ৯৯৯ এ একটি ফোনের মাধ্যমেআমরা খবরপাই চিতলী-বৈটপুর এলাকায় চায়ের দোকানের ক্যারামবোর্ডের উপরএকটি নবজাতক পড়ে আছে। আমরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপতত পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে। ইতিমধ্যে নবজাতককে দত্তক নিতে বাগেরহাট জেলা শিশুকল্যান বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক নিঃসন্তান দম্পতি। শিশু কল্যানবোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক আবেদনগুলো যাচাই-বাছাই করেপরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত