বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ব্যবসার জন্য পায়ে চালিত রিক্সা ,চাল, ডাল, তেল, চিপসসহ মুদিসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রতি ভিক্ষুককে ১৫ হাজার টাকা সমমূল্যের পণ্যসামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শহর সমাজসেবার কার্যালয়ে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আয়োজনে এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল পন্য সামগ্রী তুলেদেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার এস.এম. নাজমুছ সাকিব, এনজিও সমন্বয় কমিটির সভাপতি কল্লোল সরকার, অফিস সহকারী মো: সুজন হোসেন, ফিল্ড অফিসার মো: শাহাজান আলী, নিভা রানী, মো: মনিরুজ্জামান, মো: আমিনুল ইসলাম, শারমিন খান রূপা, আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।