বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ৮টায় বাগেরহাট জেলা প্রশাসকেরকার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুররহমান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল সরকারি দপ্তরেরকর্মকর্তারা স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার জামিলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. কাজী জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মিলন কুমার ব্যানার্জী প্রমুখ। বক্তারা বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি বাসা বেঁধেছে। দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতিসহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়াসকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।