মনিরুল হক, বাগেরহাট:
বাগেরহাট সদর উপজেলার এক মৎস্য ঘের থেকে মাছ লুটপাট করে ঘের দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সদর উপজেলার মোঃ মিজানুর রহমান বাবু মোকাম বাগেরহাট জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন। অভিযোগে মোঃ মিজানুর রহমান বাবু জানান, আমার জে.এল নং ১৭৬ নং খাড়াসম্বল মৌজার স্বত্ব ও ভোগ দখলকৃত সম্পত্তি যাহা আমমোক্তার দলিল নং ৫২১০/২০১৬ জমির পরিমান ৪ একর সম্পত্তি। যাতে পাকা দেওয়ালের ঘর নির্মান করে বিলান জমিতে মৎস্য চাষ করে আসছি।
গত ৭মার্চ,২০২২ সকালে সদর উপজেলার বেড়গজালিয়া গ্রামের মাহাবুব খা, জাকির শেখ, লোকমান ব্যাপারী আমার ঘেরে অবৈধ ভাবে প্রবেশ করে আমার কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা আমার পাকা দেওয়াল ভেঙ্গে ফেলে মৎস্য ঘেরের মাছ লুটপাট করবে বলে হুমকি প্রদান করে। আমি বিষয়টি অবহিত হলে ঘটনা¯’লে পৌছালে তারা আমাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়েরী নম্বর ৪০৪/২২ তাং ০৮-০৩-২০২২ ইং। এর কিছু দিন পর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারো আমার ঘেরে প্রবেশ করে আমাকে ঘিরে ফেলে। জীবন নাশের জন্য মারতে উদ্যত হইলে আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।