বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একজন স্কুল ছাত্রীকে উক্তাক্ত করার বিচার চেয়ে বিচার না পেয়ে স্কুল চত্বরে এবং ইউএনও দপ্তরের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। গত রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। এর আগে গত ২ এপ্রিল মোরেলগঞ্জ বারুইখালি এলাকার মোঃ মতি বেপারীর ছেলে মোঃ ফিরোজ বেপারী(২০) মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে উত্তাক্ত করে। পরেরদিন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। এরপর এক সপ্তাহ অতিবাহিত হলেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় ফিরোজ বেপারী নামের এক বখাটে উক্তাক্ত করে। বিষয়টি ভিকটিম ফিরে এসে স্কুলের প্রধান শিক্ষিকাকে জানায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিচারের আশ^াস দিলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়নি। এরপর ৮ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। জানা গেছে বখাটে ফিরোজ বেপারী ক্ষমতাসিন রাজনৈতিক প্রভাবশালীর ছত্রছায়ায় থাকে বলে স্থানীয় প্রশাসন বখাটের ব্যাপারে পদক্ষেপ নিতে পারছেনা। এদিকে এ ঘটনার দ্রুত পদক্ষেপ বা ইভটিজারের শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে স্কুলের মেয়েরা। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ইভিটিজিংয়ের বিষয়ে অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশকে সেই ইভটিজারকে দ্রুত গ্রেফতারের জন্য বলা হয়েছে।